চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

প্রবর্তক সংঘে ডা. রামপ্রসাদ সেনগুপ্ত

সুযোগ পেলে চট্টগ্রামের জন্য কিছু করতে চাই

নিজস্ব প্রতিবেদক

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মানুষের জন্য কিছু করতে চাই বলে আশাবাদ ব্যক্ত করেছেন চট্টগ্রামের কৃতী সন্তান নিউরোসায়েন্টিস্ট ও নিউরো সার্জন প্রফেসর ডা. রামপ্রসাদ সেনগুপ্ত। গতকাল শনিবার নগরীর প্রবর্তক সংঘ আয়োজিত তাঁর নাগরিক সংবর্ধনায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘চট্টগ্রাম আমার জন্মস্থান। আমার শৈশব কেটেছে এ শহরে। আজ যে জায়গাটিতে আমাকে সংবর্ধনা দেয়া হয়েছে এ স্থানটিকে ঘিরে আমার অনেক ইতিহাস রয়েছে। প্রবর্তক সংঘের এই অনাথালয়ের হোস্টেলে এসে ‘দিদির’ কাছে খাবার খেতাম। তখন এই অনাথালয়ে এত বড় ভবন ছিল না। আজ অনেক পরিবর্তন হয়েছে এই অনাথালয়ের। চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করে ভারতে চলে যাওয়ার পর আর দেশে ফেরা হয়নি। কিছুও করাও হয়নি আপনাদের জন্য। তবুও দীর্ঘ ৬৫ বছর পর দেশে এসে আপনাদের এত ভালোবাসা পাবো

ভাবতে পারিনি। আমি চট্টগ্রামের মানুষের জন্য কিছু করতে চাই। পাশে দাঁড়াতে চাই। সুযোগ পেলে চট্টগ্রামবাসীর জন্য আমি সর্বাত্মক সাহায্য করবো।’ অনাথালয়ের শিক্ষকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনারা মানুষ গড়ার কারিগর। যারা এখানে শিক্ষকতা করেন তারা সত্যিই অনেক মহান। ত্যাগী না হলে অনাথালয়ে কোন শিক্ষক শিক্ষকতা করাবে না। আমি আপনাদের মঙ্গল কামনা করি।’ গতকাল শনিবার প্রবর্তক সংঘ অনাথালয়ের মাস্টারদা সূর্যসেন অডিটোরিয়ামে বিকাল ৪টায় নানান আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রবর্তক সংঘ পরিচালনা পরিষদের সদস্য ইন্দুনন্দন দত্তের সঞ্চালনায় ও এডভোকেট সুভাষ চন্দ্র লালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবর্তক সংঘের সম্পাদক তিনকড়ি চক্রবর্তী, সহ-সভাপতি অধ্যাপক রণজিত দে, সদস্য এডভোকেট স্বভূ প্রসাদ বিশ্বাস ও ডা. পিবি রায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট