চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

অধ্যক্ষ শিমুল বড়ুয়ার গবেষণা গ্রন্থ বেণীমাধব ও উত্তরাধিকার’র পাঠ পর্যালোচনা

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১২ পূর্বাহ্ণ

সেন্টার অব এক্সেলেন্স ইন বুড্ডিস্ট স্টাডিজ আয়োজিত লেখক-গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুয়ার গবেষণা গ্রন্থ “বেণীমাধব ও উত্তরাধিকার” এর পাঠ পর্যালোচনা ফুলকির এ কে খান মিলনায়তনে সম্প্রতি অনুষ্ঠিত হয়। জ্ঞানসাধক ড. বেণীমাধব বড়ুয়া (১৮৮৮-১৯৪৮) প্রাচীন ভারতীয় ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি এবং ধর্ম-দর্শন-সাহিত্য অনুসন্ধানের জন্য “ভারততত্ত্ববিদ” হিসেবে খ্যাতি পেয়েছিলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিদ্যার প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউএসটিসির সাবেক উপাচার্য ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, উদ্বোধক ছিলেন, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক নিতাই কুমার ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণের ফিচার সম্পাদক এজাজ ইউসুফী। আলোচনায় অংশ নেন, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক সুভাষ দে, রাঙামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, পিএইচডি গবেষক অধ্যাপক শামসুদ্দীন শিশির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, চম্পাকলি বড়ুয়া।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট