চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইনসুলিন গাইডলাইন শীর্ষক ওয়ার্কশপ নগরীতে

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির যৌথ উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় ওহংঁষরহ এঁরফবষরহব উরংংবসরহধঃরড়হ চৎড়মৎধস চট্টগ্রামস্থ হোটেল রেডিসন ব্লুর মেজবান হলে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপ প্রোগ্রামে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মুহাম্মদ ইসমাইল খান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী। ওয়ার্কশপে মূল বক্তব্য প্রদান করেন বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) ফারুক পাঠান।

সাইন্টিফিক সেশনে ওহংঁষরহ রহরঃরধঃরড়হ ধহফ রহঃবহংরভরপধঃরড়হ রহ উগ ্ ইধৎৎরবৎং ড়ভ ওহংঁষরহ ঞযবৎধঢ়ু বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির অর্গানাইজিং সেক্রেটারী ডা. শাহাজাদা সেলিম। ওহংঁষরহ ঞযবৎধঢ়ু রহ যড়ংঢ়রঃধষ ঝবঃঃরহম ধহফ ঐুঢ়বৎমষুপবসরপ পৎরংবং বিষয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির জয়েন্ট অর্গানাইজিং সেক্রেটারী ডা. মোহাম্মদ সাইফুদ্দিন। ওহংঁষরহ টংব রহ চৎবমহধহপু, ঈকউ ্ ঈখউ বিষয়ে বক্তব্য রাখেন ডা. ফারিয়া আফসানা। ওয়ার্কশপে ঢ়ধহবষ ড়ভ বীঢ়বৎঃং হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডা. রিদোয়ানুর রহমান, প্রফেসর ডা. এমএ রউফ, প্রফেসর ডা. শাহানারা চৌধুরী, প্রফেসর ডা. সুজাত পাল, ডা. এ.এস.এম তৌহিদুল আলম, ডা. এমএ সামাদ ও ডা. ফারহানা আকতার। ধন্যবাদ বক্তব্য রাখেন প্রফেসর ডা. মো. হাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এন্ডোক্রাইনোলজিস্ট ডা. মুহাম্মদ আবু বকর। সভায় প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকগণ ওহংঁষরহ এঁরফবষরহব উরংংবসরহধঃরড়হ এর মতো সময়োপযোগী একটি প্রোগ্রাম আয়োজনের জন্য বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি ও চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। চট্টগ্রামের বিপুল সংখ্যক চিকিৎসক উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট