চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চন্দনাইশের চর বরমা-বাইনজুরী সড়কে

ঝুঁকিতে চলাচল কাঠের পাটাতনে

মো. দেলোয়ার হোসেন ¢চন্দনাইশ

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

উপজেলার চর বরমা-বাইনজুরী সড়কে চাঁনখালী খালের শাখা নিশিকান্ত খালের ওপর কাঠের পাটাতনে ব্রিজটি নির্মাণ করা হয় স্থানীয়দের মতে ১৯৯৫ সালে। এরপর আর সংস্কার না করায় পাটাতনের কাঠগুলো বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে ভেঙে পড়েছে। বেশ কয়েকটি কাঠ ইতোমধ্যে ভেঙে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসাপড়–য়া শিক্ষার্থীদের যাতায়াতের পাশাপাশি ওই এলাকার কৃষকদেরও চলাচলে সমস্যা হচ্ছে।

শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক চাষাবাদ ও সবজির উৎপাদন হয়। এ সড়ক দিয়ে চর বরমা, বরমা, সাতকানিয়ার ব্রা‏‏হ্মণডাঙ্গা, সেনের চরের লোকজন উৎপাদিত কৃষিপণ্য নিয়ে চলাচল করে। চলাচলের একমাত্র সড়কটিতে ব্রিজের কাঠের পাটাতন ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সকল এলাকার সাধারণ মানুষ, কৃষক, শিক্ষার্থীদের ভিন্ন পথ ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় সচেতন মহল এ কাঠের ব্রিজটি সংস্কারের মাধ্যমে এলাকার মানুষের দুঃখ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট