চট্টগ্রাম বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

সর্বশেষ:

বাকলিয়ার ৫ ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, শিল্পাঞ্চল পুলিশকে তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৩ | ৬:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার ৫ ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ২০ লাখ টাকা  চাঁদা দাবির অভিযোগে মামলা (৫৭৪/২৩) করেছেন জানে আলম নামের এক ব্যক্তি। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে মামলাটি করার পর উক্ত আদালতের বিচারক মো. অলি উল্লাহ শিল্পাঞ্চল পুলিশকে ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।

 

সোমবার (৬ নভেম্বর) বিকেলে পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এস এম ইমরান খান।

 

মামলায় যাদের বিবাদী করা হয়েছে তারা হলেন : মো. নজরুল (৪০), মো. ফখরুল (৩৮), আবদুর সোবহান (৫৫), মো. শাহেদ (৩৫) ও নুর ছালাম (২৫)।

 

আইনজীবী এস এম ইমরান খান বলেন, মূলত এই জাতীয় মামলা থানায় দায়ের করা হয়। এসবের জন্য আদালতে আসতে হয় না। কিন্তু মামলার বাদী বিগত ২৫ সেপ্টেম্বর বাকলিয়া থানায় ও ১৯ অক্টোবর সিএমপি কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর বেশ কিছু দিন গত হলেও পুলিশ কোন প্রকার ব্যবস্থা গ্রহণ না করায় ন্যায় বিচারের স্বার্থে আদালতের আশ্রয় নিয়েছেন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট