চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মাতারবাড়ি প্রধান সড়কের কালভার্ট দেবে সড়ক যোগাযোগ ঝুঁকিতে

এ. এম হোবাইব সজীব, মহেশখালী

৮ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

গ্রামীণ সড়ক দিয়ে কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজে নিয়োজিত মালবাহী ভারী যানবাহন চলাচলের কারণে অবশেষে ধসের মুখে মহেশখালী উপজেলার মাতারবাড়ি প্রধান সড়কের ৪ নং ওয়ার্ড লাইল্যা ঘোনা গ্রামের সিএনজি স্টেশন ও পুরান বাজার সড়কের কালভার্টটি। এতে দুর্ভোগে পড়েছে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ পথচারী লোকজন।

সাম্প্রতিক বৃষ্টিপাতে কালভার্টটির গোড়ার মাটি আচমকা ধসে গিয়ে কালভার্টটি দেবে গেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি ভিত্তিতে মেরামত না করলে মাতারবাড়িতে সড়ক যোগাযোগ যেকোন মুহূর্তে বিচ্ছিন্ন হতে পারে। বর্তমানে ভারী যানবাহন চলাচল করতে না পারলেও ছোট যানবাহনগুলি চলছে অত্যন্ত ঝুঁকি নিয়ে। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা। মাতারবাড়ির চেয়ারম্যান মাস্টার মো. উল্লাহ কালভার্ট ভেঙে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি কয়লা বিদ্যুৎ প্রকল্পের কোল পাওয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, আশা রাখি, শীঘ্রই কালভার্টটি মেরামত করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট