চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফুল দেয়ার অপরাধে কারাভোগ!

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:৩৩ অপরাহ্ণ

প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানকে ফুল দিয়ে ভালোবাসা জানাতে গিয়ে বিপদে পড়েছেন ফয়সাল আহমেদ। শুক্রবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নিরাপত্তা বেষ্টনীর ফাঁক গলে মাঠে ঢুকে পড়েন তিনি। যে কারণে এখন কারাগারে তিনি। শনিবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে নেওয়া হয় ফয়সালকে। এরপর তাকে পাঠানো হয় কারাগারে। এ বিষয়ে চট্টগ্রামের সহকারী উপ-পুলিশ কমিশনার এএএম হুমায়ুন কবীর জানিয়েছেন, ‘মাঠে ঢুকে পড়া ফয়সাল নামের ছেলেটিকে আজ সিএমএম কোর্টে তোলা হয়েছিল, তার জামিন হয়নি। তাকে কারাগারে পাঠানো হয়েছে। ফয়সাল কারাগারেই থাকবে, তদন্ত চলবে। প্রাথমিকভাবে অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।’

আগের দিন জানা গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবের এই ভক্তের বিরুদ্ধে মামলা করেছে। তবে শনিবার জানা গেছে মামলা করেছে পুলিশ। হুমায়ুন কবীর জানিয়েছেন, ‘মামলায় ফয়সালের বিরুদ্ধে অবৈধভাবে স্টেডিয়ামের মাঠে প্রবেশের অভিযোগ আনা হয়েছে।’

আফগানিস্তানের প্রথম ইনিংসের ১০৭তম ওভারের খেলা চলছিল তখন। বল করছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। হঠাৎ পূর্ব গ্যালারি থেকে লাফিয়ে মাঠে ঢুকে এক দৌড়ে সাকিবের কাছে চলে যান ফয়সাল। স্যালুট দিয়ে হাঁটু গেড়ে বসে গোলাপ ফুল উপহার দেন তিনি। তবে ফুল দিয়ে থেমে থাকেননি, সাকিবের সঙ্গে কোলাকুলি করতে চান চট্টগ্রামের এনায়েত বাজারের এই তরুণ। সাকিব অনীহা প্রকাশ করলে নাছোড়বান্দার মতো বার তিনেক কোলাকুলির চেষ্টা করেন ফয়সাল। শেষ পর্যন্ত সাকিব সন্তুষ্ট করেন ভক্তকে। কিন্তু এরপরই নিরাপত্তা কর্মীরা ফয়সালকে ধরে নিয়ে যান মাঠের বাইরে। কয়েকটা চড়-চাপড়ও জোটে সাকিব ভক্তের কপালে। পরে পুলিশি হেফাজতে তাকে নিয়ে যাওয়া হয় পাহাড়তলী থানায়।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট