চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

অনুপ্রবেশকারী জাহাজ দুটি নিয়ে বৈঠক বসছে সচিবালয়ে

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৩০ অপরাহ্ণ

দেশের সমুদ্রসীমায় মাছধরার দুটি বিদেশি জাহাজ ঢুকে পড়া নিয়ে রবিবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে বৈঠক ডেকেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সকাল ১১ টায় এ বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

গত ২০ আগস্ট (মঙ্গলবার) মাছধরা দুটি বিদেশি জাহাজ বাংলাদেশের সমুদ্রসীমায় ঢুকে পড়ে।

শনিবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব তৌফিকুল আরিফ বলেন, জাহাজ দুটি বাংলাদেশের সমুদ্রসীমায় অনুপ্রবেশের দায়ে আটক করা হয়েছে। রবিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। তবে জাহাজ দুটি কোন দেশের সে সম্পর্কে তিনি কিছু বলতে রাজি হননি।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট