চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পু-রীক ধামে রাধাষ্টমী উৎসব উদযাপিত

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মেখল শ্রীশ্রী পুন্ডরীক ধামে গতকাল শুক্রবার দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে শ্রীশ্রী রাধাষ্টমী মহোৎসব উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালায় সারাদেশ থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ অংশ নেন। মহাঅধিবাসের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং দিনব্যাপী ভজন কীর্তন, গৌড়ীয় পদাবলী, সনাতন ধর্মমহাসম্মেলন, মহাভিষেক, রাত্রে রাধাকু-ের তটে বৈদিক যজ্ঞানুষ্ঠান, রাধাকু-ে ¯œান ও সারারাত্রিব্যাপী মহা হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত ভক্তবৃন্দের মাঝে কৃষ্ণপ্রসাদ বিতরণ করা হয়। অনলাইনে সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আশির্বাদসূচক বাণী প্রদান করেন জয়পতাকা স্বামী গুরুমহারাজ, স্বামী মহারাজ, নারুগোপাল দাস। চট্টগ্রাম ইসকন বিভাগীয় সম্পাদক ও শ্রীধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে রাধারাণীর শুভ আবির্ভাব তিথি ও সন্ন্যাস বর্ষপূর্তি মহোৎসবের আলোচনা সভায় আশীর্বাদক ছিলেন গদাধর গোস্বামী মহারাজ, অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, স্বামী মহারাজ, অতুল কৃষ্ণ দাস (অস্ট্রেলিয়া), ভদ্রচারু প্রভু (ভারত), জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. বেনুগোপাল দে, ড. তাপসী ঘোষ রায় (রসায়ন বিভাগ), হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম। মঙ্গলপ্রদীপ প্রজ্বলন করেন পুন্ডরীক বিদ্যানিধি স্মৃতি সংসদের সভাপতি লায়ন প্রফুল্ল রঞ্জন সিনহা। সমগ্র অনুষ্ঠানে পৌরহিত্য করেন ইসকন’র সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। ধর্মমহাসম্মেলনে বক্তারা বলেন, শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ আশির দশকের শেষ দিকে গৌরম-ল ভূমির দক্ষিণ পূর্ব সীমা শ্রীশ্রী পুন্ডরীক ধামের পুনরুদ্ধার করে সারা বাংলাদেশব্যাপী বৈদিক সংস্কৃতি ও কৃষ্টি সমৃদ্ধ বৈষ্ণবীয় ভাবধারা পুনঃ প্রবাহিত করেছিলেন। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে আজ সারা বাংলাদেশব্যাপী সনাতন ধর্ম ও সংস্কৃতির ধারা সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং লক্ষ লক্ষ ভক্ত কৃষ্ণভাবনামৃত অনুশীলন করে তাদের মনুষ্য জীবনকে সফল করছেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট