চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কেইপিজেড কর্মকর্তাদের ওপর হামলা, গ্রেপ্তার ১০

নিজস্ব সংবাদদাতা , কর্ণফুলী

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার কোরিয়া রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) একটি কারখানার কর্মকর্তাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় কেইপিজেডের মূল ফটকের বাইরে সড়কে ওই ঘটনা ঘটে। পরে শুক্রবার নিরাপত্তা কর্মকর্তা এ বি রশিদ উদ্দিন বাদি হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরো ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। আসামিরা সবাই কেইপিজেড সংলগ্ন আশপাশের এলাকার বাসিন্দা। এ ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার অফিস শেষে বিকেল সাড়ে পাঁচটার সময় কেইপিজেডের কর্ণফুলী পলিয়েস্টার প্রোডাক্টস লিমিটেড নামক একটি ইউনিটের কর্মকর্তারা হাইচ-এ করে চট্টগ্রাম শহরে যাওয়ার সময় দেশী অস্ত্রশস্ত্র নিয়ে ১৫-২০ জন লোক মিনিবাসের গতিরোধ করে গাড়ি থেকে বের করে কারখানার সিনিয়র ম্যানেজার (অর্থ) মনজুর মোরশেদ, মানবসম্পদ উন্নয়ন ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন, উপব্যবস্থাপক (আইটি) আবদুল লতিফকে মারধর করে। এসময় ওই কারখানার আরেক একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে ওই গাড়িতে থাকা সহকারী ব্যবস্থাপক (ল্যাব) ইমাম হোসেন ও হিসাবরক্ষণ কর্মকর্তা হাসান আলীকে মারধর করলে তারাও আহত হন। ঘটনার পরে রাতে থানায় অভিযোগ করা হলে পুলিশ রাতেই ১০ জনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর মাহমুদ দৈনিক পূর্বকোণকে বলেন, কেইপিজেডের একটি ইউনিটের কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এজাহার নামীয় ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট