চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইম্পেরিয়াল’র মডেল ফার্মেসি ও ‘শেভরন হসপি ফার্মা’ উদ্বোধন

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

নগরীর পাহাড়তলীস্থ বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড (আইএইচএল) এর মডেল ফার্মেসির যাত্রা শুরু হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান ইম্পেরিয়াল হাসপাতাল মডেল ফার্মেসির উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর বিশ্বমানের ৩৭৫ শয্যা বিশিষ্ট আধুনিক এই হাসপাতালের সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেন, দেশের চিকিৎসা সেবায় নতুন পালক যুক্ত করা এই হাসপাতাল বিশ্বমানের হাসপাতাল হিসেবে স্থাপিত হয়েছে। হাসপাতালের কর্মকা- যেমন শুনেছি, আজ এসে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসার বিভিন্ন বিভাগ পরিদর্শনে আমি মুগ্ধ হয়েছি। অনেক হাসপাতাল দেখেছি তবে এটা ব্যতিক্রমধর্মী। আমাদের আর টাকা খরচ করে বিদেশ যেতে হবে না। বিশ্বমানের চিকিৎসা সেবা মিলবে এই হাসপাতালের এক ছাদের মধ্যেই। অনুষ্ঠানে চিকিৎসাসেবার প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন আইএইচএল’র চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন। তাসলিমা আক্তারের উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ড. মোহাম্মদ আকিব হোসেন, মাহাফুজুর রহমান, এম মোছাদ্দেক হোসেন, হাসপাতালের পরিচালক (স্ট্রাটেজিক কোয়ালিটি ম্যানেজমেন্ট) রিয়াজ হোসেন প্রমূখ।

এদিকে, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান একইদিন পাঁচলাইশে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির ‘শেভরন হসপি ফার্মা’ নামে মডেল ফার্মেসির উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক রুহুল আমিন, সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন, জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক ড. মো. আকিব হোসেইন, তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান, মো. কামরুল হাসান, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সহ-সভাপতি এম মোসাদ্দেক হোসেন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরির পরিচালক (প্রশাসন) ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস, মহাব্যবস্থাপক পুলক পারিয়াল, অরবিট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক এ. এ গোলাম তাসাদ্দেক মর্তুজা, ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুর রহমান প্রমুখ।

এসময় মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, জনস্বাস্থ্যের জন্য হুমকি এমন সকল বিষয়ের উপর আমরা জিরো টলারেন্স গ্রহণ করেছি। মডেল ফার্মেসির বিশেষত্ব হচ্ছে ফার্মাসিস্ট ওষুধের ব্যবহারবিধি, পরিমাণ ক্রেতাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ করবে। ভালো কোম্পানির ওষুধ সুলভে বিক্রি করবে। কিন্তু কোনো অবস্থাতেই মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট