চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

গাউসিয়া হক ভা-ারীর খানকাহ্ শরীফের মাহফিলে বক্তারা

মিথ্যার কাছে মাথা নত না করাই হচ্ছে কারবালার শিক্ষা

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

শরীয়ত পালন ও সুন্নাত অনুসরণের পাশাপাশি সত্য পথের ধ্রুবতারা নবীপরিবারের সদস্য আহলে বাইতে রাসুলের ভালাবাসা অন্তরে ধারণ এবং তাঁদের প্রদর্শিত পন্থা অবলম্বনের মাঝেই রয়েছে মুসলিম জাতির ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। সত্য, সুন্দর ও ন্যায়ের পথে অবিচল থেকে অন্যায়ে ও মিথ্যার কাছে মাথা নত না করাই হচ্ছে কারবালার শিক্ষা। সত্যকে সমুন্নত করার জন্যই হযরত ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু আ’আন্হু কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। গতকাল ৬ সেপ্টেম্বর গাউসিয়া হক ভা-ারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিনব্যাপী আহলে বাইত-ই রাসুল (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) স্মরণে আলোচনা ও মিলাদ মাহফিলের ৩য় দিবসে অনুষ্ঠান গাউসিয়া হক ভা-ারী খানকাহ শরীফস্থ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী মিলনায়তনে জামেয়া আহমদিয়ার সাবেক অধ্যক্ষ সোলায়মান আনসারীর সভাপতিত্বে এ.বি এম খালেদুজ্জামান স্বাগত বক্তব্যের মাধ্যমে শোহাদা-ই কারবালা মাহফিলের আলোচনা পর্ব শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন চৌধুরী, প্রধান আলোচক আল্লামা আবদুল হালিম রেজভী। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ কফিল উদ্দিন খান, বিশিষ্ট মাইজভা-ারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, মাইজভা-ারী মরমী গোষ্ঠীর সভাপতি সিরাজুল মোস্তফা, এইচ.এন.এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আল ওচমান, অতিথিদের মধ্যে মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মাওলানা জহুরুল কাদের আজাদ, চরণদ্বীপ দরবার শরীফ জামে মসজিদের খতিব মাওলানা ফরিদুল আলম জামি, আলোচক সৈয়দ আবু আহমদের।

মাওলানা মজিবুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, কো-চেয়ারম্যান এম মাকসুদুর রহমান হাসনু, অর্থ সচিব ফজলুল হক ফজু, সদস্য মোহাম্মদ সেলিম, আবদুল বাতেন, আল্লামা কাজী হাবীবুল হোসাইন, মোহাম্মদ ওমর ফারুখ, নুর মোহাম্মদ, মিডিয়া আহ্বায়ক বরুণ কুমার আচার্য্য বলাই, মোর্শেদুল করিম চৌধুরী, খোরশেদ আলম প্রমুখ। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন শেখ মাকসেদুর রহমান দুলাল।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট