চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খালেদা জিয়া ও গাজী সিরাজের মুক্তির দাবিতে নগর ছাত্রদলের সমাবেশ

৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে নিশ্চিহ্ন করে বাংলাদেশের গণতন্ত্রের ধারাকে অব্যাহত করে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে অকার্যকর করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে মিথ্যা বানোয়াট ও কাল্পনিক মামলায় সাজানো রায়ের মাধ্যমে প্রতিহিংসা পরায়নমূলকভাবে কারান্তরীণ করে রাখা হয়েছে। সমগ্র বাংলাদেশই আজ একটি কারাগারে রূপান্তরিত হয়েছে, যেখানে বাকস্বাধীনতা নেই। অবৈধ নিশি রাতের সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে আটকে রেখেছে বাকশালী আওয়ামী সরকার। তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে মহানগর ছাত্রদল আয়োজিত বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে বক্তারা এসব কথা বলেন। গতকাল শুক্রবার মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে নগরীর কাজীর দেউরী এলাকায় উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল নেতা শফিকুল আলম স্বপন, জাফরুল হাসান রানা, কুতুব উদ্দিন নয়ন, শফিউল আলম, ইসমাইল হোসেন, মো. জাহাঙ্গীর আলম, আরমান চৌধুরী, তারেকুল ইসলাম মাসুদ, ওমর কাইয়ুম, মাহমুদুর রহমান বাবু, আরশে আজিম আরিফ, দিদার হোসেন, গাজী শওকত হোসেন, আরিফুল ইসলাম রিয়াদ, মুহাম্মদ কায়েস, কাইয়মুর রশিদ বাবু, মামুন খান, মোহাম্মদ মাহির প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট