চট্টগ্রাম শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

জামায়াতের শ্রমিক ফেডারেশনের নগর সম্পাদক মকবুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৯ অক্টোবর, ২০২৩ | ৬:৫৬ অপরাহ্ণ

নাশকতা মামলায় জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূইয়াকে (৫২) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। সোমবার (৯ অক্টোবর) দুপুর ২টার সময় নগরীর জুবলি রোডে তিন পুলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মকবুল আহমদ ভূইয়া কুমিল্লার চৌদ্দগ্রাম থানার জগন্নাথ ইউনিয়নের জাফর আহম্মদের ছেলে। বর্তমানে চট্টগ্রাম নগরীর নন্দনকানন ২ নম্বর গলির ওয়াহেদ সাহেবের ভাড়াটিয়া।

 

বিষয়টি নিশ্চিত করে নগর গোয়েন্দা পুলিশের  (উত্তর-দক্ষিণ) উপ-পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান পূর্বকোণ অনলাইনকে বলেন, গ্রেপ্তার মকবুল নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মামলার এজাহারনামীয় আসামি। সে জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি নাশকতা কর্মকাণ্ডে জড়িত।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট