চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘সন্দেহজনক’ ইজিবাইকে ১৫ লাখ টাকার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে একটি ইজিবাইক থেকে তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদর ইউপির বড়ইতলী এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা পূর্বকোণকে বলেন, ইয়াবা পাচারের তথ্য পেয়ে বড়ইতলী এলাকায় অবস্থান নেয় কোস্টগার্ডের টহল দল। এ সময় সন্দেহজনক একটি ইজিবাইককে থামার সংকেত দেয়া হয়। কোস্টগার্ডের সংকেত পেয়ে ইজিবাইকের চালক গাড়ি রেখে দ্রুত পালিয়ে যান।

তিনি আরো বলেন, পরে ইজিবাইকটি তল্লাশি করে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এ ঘটনায় আইনি পদক্ষেপ নিতে ইয়াবা ও ইজিবাইকটি টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কোস্টগার্ড টেকনাফের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সোহেল রানা।

 

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট