চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফটিকছড়িতে পুরস্কার বিতরণে উপজেলা চেয়ারম্যান তৈয়ব

মানুষকে শিক্ষিত করে মানব সম্পদে উন্নীত করতে হবে

নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মো.আবু তৈয়ব বলেছেন, দেশ থেকে অশিক্ষা দুর করে সুশিক্ষায় শিক্ষিত করে দেশের মানুষকে মানব সম্পদে উন্নীত করতে হবে। তিনি বলেন, শিক্ষিত মানব সম্পদ গড়ে তুলতে পারলে আমাদের কৃষি, শিল্পসহ সব খাতে বৈপ্লবিক পরিবর্তন হতে বাধ্য। এছাড়া শিক্ষিত জনগোষ্ঠীর হাতে বর্তমান সমাজের চেহারা অনেকাংশেই পাল্টে যাবে বলে তিনি মত প্রকাশ করেন। তিনি গতকাল ফটিকছড়িতে মৌলিক সাক্ষরতা প্রকল্প এর সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মসূচির আংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের নিয়ে ইউনিয়ন ভিত্তিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো.সায়েদুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, একাডেমিক সুপারভাইজার আকরাম হোসেন, প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগম, মাস্টার নাছির উদ্দিন চৌধুরী, মো.মহিউদ্দিন, এস এম মাসুদ পারভেজ, আক্কাছ আলী, মো.ছালাহুদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ। সভাশেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট