চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্যবসায়ী সমিতির প্রেস ব্রিফিং

মুন্সেফ বাজার দ্বিতল স্পেস বরাদ্দের উপর হাইকোর্টের রুল জারি

নিজস্ব সংবাদদাতা , পটিয়া

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৯ পূর্বাহ্ণ

পটিয়া পৌরসভার মুন্সেফ বাজারের দ্বিতল ভবন স্পেস বরাদ্দের উপর পৌর কর্তৃপক্ষকে হাইকোর্ট রুলনিশি জারি করেছে এবং ব্যবসায়ী সমিতির অভিযোগ নিষ্পত্তি করতে মেয়রকে নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ ব্যবসায়ী নেতৃবৃন্দ এ তথ্য জানান। লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি ও হাইকোর্টের রিট পিটিশনের বাদি আবদুল হামিদ। এডভোকেট মো. হাসিবুর রহমান স্বাক্ষরিত আদেশের অনুলিপি সূত্রে জানা যায়, মুন্সেফ বাজার ১৪২৬ বাংলা অর্থ বছরের জন্য প্রায় ১৯ লাখ টাকায় মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতিকে পৌর কর্তৃপক্ষ ইজারা দেয়। কিন্তু সমিতিকে না জানিয়ে বাজার মার্কেটের দ্বিতল ভবনের ৩ হাজার বর্গফুট স্পেস বরাদ্দের জন্য গত ১৪ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি দিয়ে ইজারা দেওয়ার চেষ্টা করে। স্পেস বরাদ্দ বিজ্ঞপ্তি পৌর কর্তৃপক্ষের বেআইনি ও অবৈধ চ্যালেঞ্জ করে সমিতির সভাপতি আবদুল হামিদ বাদি হয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। গত ২৮ আগস্ট বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. সোহরার্দ্দীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের স্পেস বরাদ্দ কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না মর্মে রুলনিশি জারি করেন। আগামী ৪ সপ্তাহের মধ্যে রুল নিশির জবাব দিতে বলা হয়েছে। এছাড়া সমিতির সভাপতি কর্তৃক দেয়া গত ১৬ জুন পটিয়া পৌর মেয়রের কাছে আবেদনটি নিষ্পত্তি করার জন্য হাইকার্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতি পটিয়ার সভাপতি হাজি এমএ ইউছুপ, সিনিয়র সহ সভাপতি ওসমান গণি খসরু, পটিয়া দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম খোকন, সহ সভাপতি দিদারুল আলম, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবু ছিদ্দিকী, মুন্সেফ বাজার ব্যবসায়ী সমিতির সদস্য নুরুল ইসলাম বাচা, সাংস্কৃতিক সম্পাদক মো. লোকমান, নুরুন্নবী, আবুল বশর, বাবুল, জামাল, শওকত, জসিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট