চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কোর্ট বিল্ডিং থেকে দু’লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

নগরীর কোর্ট বিল্ডিং এলাকা থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর ব্রাহ্মণবাড়িয়া থেকে টাকাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত রেজাউল করিম (২৬)। তিনি আনোয়ারা উপজেলার রায়পুরা ইউনিয়নের ছৈয়দুল হকের পুত্র বলে জানা গেছে। পেশায় তিনি একজন প্রাইভেটকার চালক। পুলিশ জানায়, গত ২৯ অগাস্ট নগরীর কোর্ট বিল্ডিং এলাকায় নিজের প্রাইভেট গাড়িতে করে কোর্ট বিল্ডিং এলাকায় যান সাইফুদ্দিন চৌধুরী নামে এক ব্যক্তি। এসময় তার সাথে একটি ব্যাগে এক লাখ ৯৫ হাজার টাকা ছিল। গাড়িতেই টাকা রেখেই তিনি নেমে পড়েন এবং এই ফাঁকে চালক রেজাউল তা দেখে টাকা নিয়ে সটকে পড়েন। তবে প্রাইভেট কারটি সেখানেই রেখে যান। এই ঘটনায় থানায় অভিযোগ হলে পুলিশ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির অবস্থান শনাক্ত করে গতকাল ব্রাহ্মণবাড়িয়া থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, টাকাগুলো নিয়ে রেজাউল প্রথমে কুমিল্লায় যায় এবং সেখান থেকে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আখাউড়া এলাকায় একটি বাসা ভাড়া করেন। পুলিশ তার কাছ থেকে নগদ দেড় লাখ টাকা উদ্ধার করেছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট