চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নগরীতে কাল থেকে শুরু মালয়েশিয়ান শিক্ষামেলা

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

মালয়েশিয়ান পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান ম্যান্টরস চট্টগ্রাম ও উইনিং ম্যাগনিটিউড চট্টগ্রাম শাখার উদ্যোগে মালয়েশিয়ায় শিক্ষা বিষয়ক মেলা
। ৯ম পৃষ্ঠার ৪র্থ ক.­

স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০১৯ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সেমিনার হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা।

উইনিং ম্যাগনিটিউড এর চট্টগ্রাম শাখা প্রধান মাঞ্জুমা মোর্শেদ ও হেড অব অপারেশন মহিউদ্দীন সুমন জানান, আগামী ৭ ও ৮ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রেডিসন ব্লু বে ভিউতে এ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলায় মালয়েশিয়ার শীর্ষ স্থানীয় ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম), টেইলরস ইউনিভার্সিটি, কার্টিন ইউনিভার্সিটি, ইউসিএসআই ইউনিভার্সিটি, সেগি ইউনিভার্সিটি, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অব টেকনোলজি এন্ড ইনোভেশন (এপিইউ), ইউনিভার্সিটি অব সাউদামটস মালয়েশিয়া, সায়বারজায়া ইউনিভার্সিটি কলেজ অব মেডিকেল সাইন্স (সিইউসিএমএস) ও ইউনিটার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিখ্যাত সব বিশ^বিদ্যালয় অংশ নেবে।

আয়োজকরা জানান, মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মেধার ভিত্তিতে বৃত্তি প্রদানের পাশাপাশি অন স্পট এপ্লিকেশন করলে স্পট অফার ও আবেদন ফি ছাড়ের সুযোগ থাকবে। আগ্রহী শিক্ষার্থীদের সকল সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। এ শিক্ষা মেলা সকলের জন্য উন্মুক্ত। যোগাযোগের ফোন নম্বর- ০১৭১৩-২০৬৬৯৮ এবং ০১৬৮৮-৪৫৪৫৪৫

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট