চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রেসক্লাবে অর্কিট সংগীত সন্ধ্যায় ব্যান্ড শিল্পীদের মিলন মেলা

নিজস্ব প্রতিবেদক

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

‘তীর হারা এই ঢেউয়ের সাগর পারি দেবরে’ গানটির মাধ্যমে শুরু হয় অর্কিট সংগীত সন্ধ্যা। গতকাল সন্ধ্যা সাতটায় প্রেসক্লাব বঙ্গবন্ধু হলে বসে অর্কিটসহ ব্যান্ড শিল্পীদের মিলন মেলা। প্রতিষ্ঠালগ্ন থেকে অর্কিট ব্যান্ডের সাথে জড়িত সকল শিল্পীদের অংশগ্রহনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে অর্কিট ব্যান্ড। মিলনমেলায় উপস্থিত ছিলেন ঢাকা ও চট্টগ্রামের অর্কিট ব্যান্ডের ১৫ বছরের সদস্যসহ বেশ কয়েকজন গুণী শিল্পী। এই ব্যান্ডের মাধ্যমেই জন্ম হয়েছে আইয়ুব বাচ্ছুসহ আরো অনেকগুণী শিল্পীর। অনুষ্ঠানে ঢাকা থেকে আসা খ্যাতিমান ব্যান্ড শিল্পীদের মধ্যে ছিলেন প্রার্থ বড়–য়া, সাউন্ড ইঞ্জিনিয়ার রাশেদ, সাইমুন ও রাজির। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করে তীরন্দাজ ও সপ্টর্টাচ । বাংলাদেশের বেশ কয়েকটি সনামধন্য ব্যান্ডের মধ্যে অর্কিট ব্যান্ড অন্যতম। এটি মুলত একটি পারিবারিক ব্যান্ড । ১৯৯৭ সালে রিয়েল, জুলফিকার জনি, ডানু ও রনী চারভাই মিলে এ ব্যান্ড প্রতিষ্ঠা করেন। সেই থেকে এ ব্যান্ডের পথ চলা
। ৯ম পৃষ্ঠার ১ম ক.­

শুরু হয়। ২০০৯ সালে এ ব্যান্ডের সদস্যরা ঢাকায় চলে যান। পরবর্তিতে এ ব্যান্ডে যোগ দেন আয়ুব বাচ্চু, প্রার্থ বড়–য়া, এস আই টুটুল, বাপ্পা মজুমদার ও আরো অনেক শিল্পী। মুলত তাদের সকলকে একত্রিত করার লক্ষেই এ অনুষ্ঠানের আয়োজন করে অর্কিট ব্যান্ড।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট