চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকার আমিন জুটমিলের পাশের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭ জন মালিকের অর্ধশতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় আমিন বস্তি নামে ওই এলাকায় আগুনের সূত্রপাত হয়।
আগুনে ক্ষয়ক্ষতি ও কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কামরুজ্জামান। তিনি বলেন, ৬টা ৩৫ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিস্তারিত পরে জানাতে পারব।
পূর্বকোণ/পিআর/এএইচ