চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং সেন্ট্রাল রোটারি ক্লাব’র অভিষেক অনুষ্ঠানে জেলা গভর্নর

ভালো কাজের সাথে রোটারিয়ানরা থাকবে

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৯ পূর্বাহ্ণ

রোটারিয়ানরা শুধু স্বপ্ন দেখে না। স্বপ্ন পূরনের রাগও নিজেরা তৈরি করে। রোটারিয়ানরা সবসময় ভালো কাজের সাথে থাকে এবং ভবিষ্যতেও থাকবে। এ কথা বলেন রোটারি জেলা গর্ভনর আতাউর রহমান পীর। এরই ধারবাহিকতায় চট্টগ্রামে খুব শীঘ্রই একটি রোটাির ক্যান্সার হাসপাতাল, একটি রোটারি সেন্টার, একটি বৃদ্ধাশ্রম তৈরির কাজ শুরু হবে। ৩০ আগস্ট রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের ৬ষ্ঠ চার্টার এনিভার্সারি ও ৭ম অভিষেক অনুষ্ঠানে বর্ণাঢ্য জীবনের জন্য বেগম মুশতারি শফি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, চট্টগ্রাম বিভাগের প্রধান মো. ইকবালকে সম্মাননা জানানো হয়। অভিষেক অনুষ্ঠানের চেয়ারম্যান রোটা. মো. এসএ সাহেদ ও ক্লাব সভাপতি রোটা. নাদিরা বেগম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ফার্স্ট লেডি বেগম ফিরোজা, সদ্য অতীত জেলা গর্ভনর দিলনাশিঁন মহসিন, সাবেক জেলা গর্ভনর এম.এ আউয়াল, জেলা গভর্নর নমিনি মো. আবু ফয়েজ খান চৌধুরী, চার্টার সভাপতি মীর নাজমুল আহসান রবিন, সহ-সভাপতি মো. শিমুল, এম মাসুদুর রহমান মজুমদার, ক্লাব সচিব জোবায়দুর রশিদ রনি, কোষাধ্যক্ষ এড. আবু বকর ছিদ্দিক, মেম্বারশিপ চেয়ার নাছির উদ্দিন, ক্লাব এডমিনিস্ট্রেশন চেয়ার মো. আরশাদ চৌধুরী, ক্লাব পাবলিক রিলেশন চেয়ার জাহাঙ্গীর আলম জীম, টিআর এফ চেয়ার তাজ উদ্দিন, জানে আলম, মাসুদুল হক চৌধুরী, এড. শওকত আউয়াল চৌধুরী, সভাপতি (২০২০-২১) মো. আব্দুর রাজ্জাক, মো: ফয়সালসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট