চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রধানমন্ত্রী সকাশে বিজিএমইএ নেতৃবৃন্দ

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৮ পূর্বাহ্ণ

বিজিএমইএ’র নব-নির্বাচিত সভাপতি ড. রুবানা হকের নেতৃত্বে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ গত ৪ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী রাষ্ট্রের বিরুদ্ধে সব ধরণের অপপ্রচারের বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে সর্তক থাকার আহ্বান জানিয়ে পণ্য রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের উপর নজর দেয়ার পরামর্শ দেন ও পোশাক শিল্পের প্রসারে অব্যাহত সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের উন্নয়নকল্পে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আবদুল সালাম বলেন, দিন দিন ব্যবসা-বাণিজ্যের প্রসার হচ্ছে, বন্দরের কার্যক্রম বাড়ছে। এ প্রেক্ষিতে বন্দরের জেটি সম্প্রসারণসহ বে-টার্মিনাল নির্মাণকাজ দ্রুত শুরুর করার জন্যে অনুরোধ জানান।

তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর চাপ কমানোর জন্য রেলওয়ের মাধ্যমে পণ্য পরিবহন বৃদ্ধির লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন ডাবল লাইনে উন্নীত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট