চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মমতা’র হার ফিন্যান্স প্রকল্পের সনদ বিতরণ

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

বিএসআর এর সহায়তায় মমতার পরিচালনাধীন হার ফিন্যান্স প্রকল্পের উদ্যোগে গত ৩ সেপ্টেম্বর সিইপিজেডস্থ বিএসকেএল ও ৪ সেপ্টেম্বর নগরীর বায়েজিদস্থ ক্লিপটন টেক্সাইল এন্ড এপারেলস লি. এর গার্মেন্টস শ্রমিকদের আর্থিক ব্যবস্থাপনা, মোবাইল ব্যাংকিং ম্যানেজমেন্ট ও ডিজিটাল পেরোল বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণকালে বক্তব্য রাখেন সিইপিজেড বিএসকেএল এর ফিন্যান্স ম্যানেজার এল. নারায়ন মুরতী, এইচআর ম্যানেজার কামরুল ইসলাম মাসুদ, সিনিয়র এইচআর অফিসার বিশ্বজিৎ কুমার দে, মনোতোষ চাকমা, বিএসআর হার ফিন্যান্স কো অর্ডিনেটর তাসলিমা খানম, মমতা’র সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, পরিচালক তৌহিদ আহমেদ, ক্লিপটন টেক্সাইল এন্ড এপারেলস লিমিটেডের জিএম আব্দুল হাই ফারুকী, ওয়াহিদ উল্লাহ, সাহেদ হুসাইন, মো. মাহফুজুর রহমান, আব্দুল্লা আল মামুন প্রমুখ। সনদপত্র বিতরণ পূর্বে এক আলোচনা সভায় বক্তারা বলেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে গার্মেন্টেস কর্মীরা বিশেষত নারী শ্রমিকরা উপকৃত হয়েছে। যেখানে পূর্বে ফ্যাক্টরিগুলো সনাতন পদ্ধতিতে শ্রমিকদেরকে নগদে বেতন ভাতা পরিশোধ করতো, সেখানে বর্তমানে মোবাইল ব্যাংকিং’র মাধ্যমে ডিজিটাল লেনদেন করায় মালিক ও শ্রমিক উভয়ের জন্য সুবিধা হয়েছে। এই কার্যক্রমের ফলে সময় ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট