চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে ব্যারিস্টার ইত্তেহাদুল ইসলাম চৌধুরী সংবর্ধিত

নিজস্ব সংবাদদাতা, রামু

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

উপজেলার জোয়ারিয়ানালার সন্তান ইত্তেহাদুল ইসলাম চৌধুরী ব্যারিস্টারি ডিগ্রি অর্জন শেষে নিজ এলাকায় ফিরলে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে ৪ সেপ্টেম্বর।

জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্সের সভাপতিত্বে জোয়ারিয়ানাল মাদ্রাসা গেইট স্টেশনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ আলহাজ সাইমুম সরওয়ার কমল এমপি। জেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, আ.লীগ নেতা আলম তাহের সিকদার, ঘোনারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন টিটু, জোয়ারিয়ানালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, মাস্টার মো. শহীদুল্লাহ, ইউপি সদস্য জসিমুল ইসলাম, মামুনুর রহমান চৌধুরী, ছাব্বির আহমদ সওদাগর, ডা. জসিম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণীর কদর যেখানে থাকে সেখানে গুণী মানুষেরা জন্ম নেয়। রামুতে গুণীর কদর আছে বলেই এখানে গুণী মানুষের জন্ম হচ্ছে। অতীতের অনেক গুণী ব্যক্তির সাথে আজকে ইত্তেহাদুল ইসলাম চৌধুরীর গুণীর তালিকায় নাম লিখিয়ে আমাদেরকে গর্বিত করেছেন। আমরা আশা করবো ব্যারিস্টার ইত্তেহাদুল ইসলাম চৌধুরী কক্সবাজার-রামুর সাধারণ মানুষের পাশে থেকে সকল প্রকার সহযোগিতা করবেন এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট