চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ক্যাম্প পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার

রোহিঙ্গা সমাবেশে সহযোগীদের চিহ্নিত করে বিচার করতে হবে

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৭ পূর্বাহ্ণ

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, উখিয়া-টেকনাফের ৩২টি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে। সবগুলো ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ২৫ আগস্ট গণহত্যা দিবসের নামে যারা লাখ লাখ রোহিঙ্গাদের নিয়ে যারা সভা-সমাবেশ করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ৪ সেপ্টেম্বর বিকালে নিরাপত্তাবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উখিয়ার কুতুপালং রোহিঙ্গা সমন্বয় অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী ও উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর। এ সময় তিনি আরো বলেন, সমাবেশে সহযোগিতাকারীদের দেশের প্রচলিত আইনের ধারা মোতাবেক বিচার করতে হবে। এ সময় বিভিন্ন ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট