চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নতুন প্রজন্মের জন্য নান্দনিক পরিবেশ ও খেলাধুলা অপরিহার্য

৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৩ পূর্বাহ্ণ

বৃষ্টি পড়ছে। হেঁটে চলেছি গ্রামের রাস্তার পাশ দিয়ে। হঠাৎ দেখলাম মাঠে কিছু ছোট ছেলে ফুটবল খেলতে নেমেছে। কাদাযুক্ত ছেলেগুলো দেখে আমি আবেগে আপ্লুত। আমার মনের মধ্যে হঠাৎ একটি চিন্তা আসল। ভাবতে লাগলাম দিন দিন খেলার মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর বাড়ি নির্মাণ হচ্ছে। রাস্তার পাশে জমি ভরাট করে কমিউনিটি সেন্টার হচ্ছে। মফস্বল এলাকায় বিভিন্ন শপিং সেন্টার হচ্ছে। ভাবছি ছোট ছেলেদের জন্য আমরা কি খেলাধুলার একটি পরিবেশ তৈরি করে দিতে পারছি? আমরা যারা যান্ত্রিক শহরে বাস করছি তাদের অবস্থাতো আরো খারাপ। খোলা জায়গাগুলো ফ্ল্যাট বাড়ি হয়ে যাচ্ছে। যে বয়সে ছেলেমেয়েরা খেলাধুলা করবে সে বয়সে তাদের হাতে আমরা মোবাইল ফোন তুলে দিচ্ছি। মোবাইল ফোনের খুব বেশি ব্যবহারের কারণে বিভিন্ন সময় দেখা যায় আমাদের কিছু ছেলে মেয়ে খুব অল্পবয়সে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত হয়ে কিছু বখাটে ছেলেদের কাছে গিয়ে নিজের জীবনকে হতাশার অন্ধকারে নিমজ্জিত করছে। খুব ছোট বয়স থেকে ধূমপান শিখছে। মাদকদ্রব্য গ্রহণ করছে। আজকে আমাদের উচিৎ লেখাপড়ার পাশাপাশি ছেলেদের ক্রিকেট, কাবাডি, ফুটবলের প্রতি ভালবাসা বাড়ানো । আগে গ্রামে দেখতাম স্কুল-কলেজের ছাত্ররা বিকালবেলা দলবদ্ধ হয়ে মাঠে যেত। বেশকিছু সময় ফুটবল, ক্রিকেট খেলছে। আমি মনে করি শহর এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং প্রতিটি গ্রামে নান্দনিক খেলার মাঠ থাকা দরকার। তাই আগামী প্রজন্মকে খেলাধুলার একটি সুন্দর এবং নান্দনিক পরিবেশ তৈরি করে দেয়ার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত থাকুক।

রূপম চক্রবর্ত্তী
পূর্ব নলুয়া, সাতকানিয়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট