নগরীর চান্দগাঁও এক কিলোমিটারে মাহিন্দ্রা টেম্পার সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা ২৬ বছরের এক যুবতীর নিহত হয়েছে। এই ঘটনায় আরও পাঁচজন গুরতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় এই ঘটনা ঘটে। পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
আহতরা হলেন : আবু তাহের (২৪), মো. সাহেদ (২৬), সাঈদ (৪৬), ইসহাক (৪৫) ও জুনায়েদ (২৭)
পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, এখনও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে বয়স আনুমানিক ২৬ বছরের কাছাকাছি।
পূর্বকোণ/আরআর/পারভেজ