চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্ত্রী- সন্তান হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ৫:৪৬ অপরাহ্ণ

তিন বছর আগে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে খাগড়াছড়ির আদালত। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামীর নাম ছাবের আলী (২৯)। তিনি বাড়ি গুইমারা উপজেলার বড়পিলাক এলাকায় থাকতেন।

দণ্ডপ্রাপ্ত ছাবেরের বাবা মাহবুব আলী ও মা রেনু আরা বেগমকে এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক ছাবেরের ভাই মো. শাহজাহানকে মামলা থেকে খালাস দেন। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন আদালতের কাঠগড়ায়। সাজার পাশাপাশি তাদের দেয়া হয়েছে অর্থদণ্ডও।

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের ২২ মার্চ ছাবেরের স্ত্রী মাজেদা বেগমকে ঘুমন্ত অবস্থায় গলায় ওড়না পেঁচিয়ে ও ছয় মাসের শিশু সন্তান রেদোয়ানকে গলাটিপে হত্যা করা হয়। ঘটনার পরদিন মাজেদার বাবা মো. সাহাব উদ্দিন বাদি হয়ে গুইমারা থানায় মামলা করলে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

তদন্ত শেষে  একই বছরের ২৯ আগস্ট পুলিশ সব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিলে শুরু হয় এ মামলার বিচার কাজ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট