চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রাউজানে আগুনে পুড়ে ৮ বসতঘর ছাই

রাউজান সংবাদদাতা

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:০৬ অপরাহ্ণ

রাউজানের পূর্ব গুজরা ইউনিয়নের পূর্ব গুজরা গ্রামে আগুন লেগে ৮ বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে পরিবারগুলোর সাম্প্রতিক সময়ে কোরবানী ও পাঁঠাবলি পূজার সময় বিক্রি করা নগদ লাখ লাখ টাকা, গোলার ধান, টিভি ফ্রিজসহ সকল কিছু সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে ৬০ লাখ টাকা বলে ধারণা করেছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

প্রতিবেশী সুকুমার দে, স্থানীয় ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, এলাকার ইউপি সদস্য যীশু কৃষ্ণ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পূর্বগুজরা গ্রামের সুরেন্দ্র কারগিরের বাড়ির সুমন দে’র ঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ৮টি সেমিপাকা-বাঁশের বেড়ার ঘর সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়।’ পুড়ে যাওয়া ঘরের বাসিন্দারা হলেন অমর কান্তি দে, সমর কান্তি দে, অসীম দে, সুজিত দে, সুমন দে, রিমন দে, দয়াল হরি দে, উজ্জ্বল দে। স্থানীয় লোকজন জানান, পরিবারের সদস্যরা কোন রকমে রক্ষা পেলেও পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি। প্রতিবশেী ও গ্রামের লোকজন পাম্প মেশিনের সাহায্যে প্রায় দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এলাকাটি দুর্গম হওয়ায় রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সার্ভিসকে খবর দেয়া হয়নি।

এ প্রসঙ্গে রাউজান ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স সার্ভিসে বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় ফোন করা হলে স্টেশন কর্মকর্তা আশরাফুল ইসলাম ও ফায়ারম্যান মো. শাহীন বলেন ‘বুধবার রাতে বা বৃহস্পতিবার রাতে কোন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।’

পূর্বকোণ/জাহেদ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট