চট্টগ্রাম সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩

সর্বশেষ:

চট্টগ্রামে পাঁচ তলার ছাদ থেকে পড়ে প্রাণ গেল কনস্টেবলের

নিজস্ব প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ ব্যারাকের পঞ্চম তলা থেকে পড়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদুল ইসলাম (ব্যাচ নম্বর ৬৮১৬)।

 

বুধবার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পিআর) স্পিনা রানী প্রামাণিক।

 

তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- ভোরে পাঁচ তলার ছাদ থেকে পড়ে কনস্টেবল জাহিদুল ইসলামের মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট