চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গাউছিয়া হক ভা-ারী খানকাহ শরীফ কমপ্লেক্সে কারবালা মাহফিল উদ্বোধন

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

আহলে বাইত-ই-রাসূল (স.) স্মরণে গতকাল ৪ সেপ্টেম্বর বুধবার বাদে আসর হতে ৫ দিনব্যাপী পবিত্র শোহাদা-ই-কারবালা মাহফিল বিবিরহাটস্থ গাউছিয়া হক ভা-ারী খানকাহ শরীফ কমপ্লেক্স-এ ১ম দিবসের উদ্বোধন করেন শোহাদা-ই-কারবালা মাহফিল উদযাপন পরিষদের চেয়ারম্যান শেখ মোকসেদুর রহমান দুলাল ও সচিব মোহাম্মদ আলী। অধ্যক্ষ আল্লামা খায়রুল বশর বক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক ছিলেন ফটিকছড়ির গরীবউল্লাহ শাহ জামে মসজিদের খতিব ওসমান গণি জালানী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, চুয়েটের অধ্যাপক মোহাম্মদ গোফরান, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, অধ্যাপক আবু তালেব বেলাল, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক। অতিথি ছিলেন মাওলানা মোহাম্মদ নুরুল মোস্তফা, ব্যবসায়ী জসিম উদ্দিন, কাজী শাহরিয়ার মনির। আলোচক ছিলেন আল্লামা সৈয়দ আহমদুল হক মাইজভা-ারী। উপস্থাপনা করেন সৈয়দ আবু আহমদ ও মাওলানা মজিবুল হক। প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্ব এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এ অশান্ত, অস্থিতিশীল পৃথিবীতে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য শোহাদায়ে কারবালা তথা হযরত ইমাম হোসাইন (রা.) এর শাশ্বত শিক্ষা আমাদের সকলের জীবনে অনুকরণ ও প্রতিফলন করা অত্যন্ত জরুরি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট