চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

জেলা শিল্পকলায় স্মরণানুষ্ঠানে বক্তারা

রমা চৌধুরীর জীবনী তরুণ প্রজন্মের অনুপ্রেরণার উৎস

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০২ পূর্বাহ্ণ

প্রকৃত দেশপ্রেমিক এবং দায়বদ্ধ সাহিত্যিক ছিলেন রমা চৌধুরী। সাধারণ জীবনাযাপন উন্নত জীবনদর্শন ও চিন্তা পরিশীলন-অনুশীলনের জীবন্ত কিংবদন্তী ছিলেন রমা চৌধুরী। একাত্তরের জননী সাহিত্যিক রমা চৌধুরীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত স্মরণানুষ্ঠানে বক্তারা উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। রমা চৌধুরী স্মৃতি সংসদ এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম এর সহযোগিতায় অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে এবং মোজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় স্মরণানুষ্টানে স্মৃতিচারণ করেন শহীদ জায়া বেগম মুশতারী শফি, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, লেখক ও কথা সাহিত্যিক বাদল সৈয়দ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, নারী নেত্রী জেসমিন সুলতানা পারু, অধ্যাপক বিচিত্রা সেন, সংগঠক লায়ন নবাব হোসেন মুন্না, ভাষ্কর ডি কে দাশ মামুন, সজল চৌধুরী, অধ্যাপক ফিরোজা খানম, সুদর্শন চক্রবর্তী, মোহাম্মদ এহসান, এম এইচ স্বপন প্রমুখ। রমা চৌধুরী স্মৃতি সংসদ এর পক্ষে বক্তব্য রাখেন সমন্বয়কারী আলাউদ্দিন খোকন এবং সদস্য সচিব শামশুজ্জোহা আজাদ পলাশ। স্মরানুষ্ঠানের শুরুতে ভাষ্কর ডি কে দাশ মামুন নির্মিত রমা চৌধুরীর আবক্ষ প্রতিকৃতি ভাষ্কর্য উন্মোচন করেন শহীদ জায়া মুশতারী শফি ও অতিথিরা। সংগীত পরিবেশন করেন সৃষ্টি বড়ুয়া। রমা চৌধুরী রচিত গান নিজে সুরারোপ করে পরিবেশন করেন আনন্দ প্রকৃতি। রমা চৌধুরীর কবিতা পাঠ করেন মিলি চৌধুরী, কংকন দাশ, ফারুক তাহের, জাবেদ হোসেন, জেবুন নাহার শারমিন, সুপ্রিয়া চৌধুরী, শারমিন মুশতারী, মিশু ভটাচার্য্য, উনেসিং মারমা উর্মি, সৌরভ শর্মা, তৌহিদুল ইসলাম, নাজমুন সুলতানা। সবশেষে অধ্যাপক চারুশিল্পী দিলারা বেগম জলি নির্মিত রমা চৌধুরীর জীবনভিত্তিক চলচ্চিত্র ‘জঠরলীনা’ প্রদর্শিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট