৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব সংবাদদাতা, চকরিয়া-পেকুয়া
চকরিয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে গত ৩ সেপ্টেম্বর।
চকরিয়া উপজেলা মিলনায়তন ‘মোহনা’ প্রাঙ্গণে প্রধান অতিথি থেকে কক্সবাজার-১ আসনের এমপি জাফর আলম ঢেউটিন ও অর্থ বিতরণ করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। সভায় অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদুর রহমান, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চকরিয়ায় সম্প্রতি বন্যা ও ঘূর্ণিঝড়ে শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়। এসব পরিবারের মধ্যে থেকে ৯৫টি পরিবারের মাঝে ১৯০ বান্ডিল ঢেউটিন ও প্রতি পরিবারকে ৬ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকে সাহায্য প্রদান করা হবে।
বৃহষ্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১
যোহর শুরু | ১১ঃ৫২ |
আসর শুরু | ০৩ঃ৩৯ |
মাগরিব শুরু | ০৫ঃ২১ |
এশা শুরু | ০৬ঃ৩৬ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫ঃ০৮ |
সুর্যোদয় | ০৬ঃ২৯ |
বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা, সন্ধ্যা ৬.৩০টা, ৭টা, রাত ৮.৩০টা ও রাত ১২টা, পিএল ক্লাসিক ম্যাচ, স্টার স্পোর্টস সিলেক্ট ১
বেলা ১১.৩০টা, ক্রিকেট বিশ্বকাপ ২০১১, স্টার স্পোর্টস ১ এবং ২ সকাল ৯টা, বেলা ২.৩০টা ও সন্ধ্যা ৬টা, গ্রেট সেঞ্চুরিস, সনি সিক্স
সকাল ৯.৩০টা, সকাল ১০.৩০টা, বেলা ১১টা, বিকাল ৪.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬টা ও রাত ৮.৩০টা, সনি টেন ১ সকাল ৮.৩০টা, ৯.৩০টা, বিকাল ৩.৩০টা, ৪.৩০টা ও রাত ১.৩০টা, সনি টেন ২।