চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উপজেলার বিভিন্ন স্থানে মাহফিলে বক্তারা

সম্প্রীতির শিক্ষা দেয় ইসলাম

মফস্বল ডেস্ক

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১৪ পূর্বাহ্ণ

উপজেলার বিভিন্ন স্থানে হিজরি নববর্ষ বরণে র‌্যালি ও শোহাদায়ে কারবালা স্মরণ উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান অতুলনীয়।

পটিয়ার দক্ষিণ আশিয়ায় ২য় দিবস: পটিয়াস্থ দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া আলিম মাদরাসা ময়দানে ১০ দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিবস গত ২ সেপ্টেম্বর বা’দে আছর থেকে শুরু হয়। মাহফিলে প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রধান ফকিহ আল্লামা আব্দুল ওয়াজেদ আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন মাহফিল পরিচালনা পরিষদ উপদেষ্টা জসীম উদ্দিন। বিশেষ বক্তা ছিলেন দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ড. শায়খ সৈয়দ এরশাদ আহমেদ আল-বুখারী (ম.জি.আ.)। আলোচনায় অংশগ্রহণ করেন খতিব মাওলানা নাজিম উদ্দিন আল কাদেরী ও মাওলানা শায়ের মুহাম্মদ আলী জিন্নাহ। এছাড়া মাহফিলে নাতে রাসুল (দ.) পরিবেশন করেন শায়ের হাবিবুর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ। মাহফিল পরিচালনা পরিষদের চেয়ারম্যান মাওলানা ওমর ফারুক জব্বারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আবু তালেব মঈনী, আবুল কাশেম বয়ানী, কাজী নেজামুল হক, প্রাক্তন ইউপি সদস্য তছকির সওদাগর, নুরুল আমিন টিটু, আব্দুল করিম প্রমুখ। মাহফিলশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ আল কাদেরী। মাহফিলে বক্তারা বলেন, জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান অতুলনীয়। কেননা ইসলাম ধর্মে রাষ্ট্রে বসবাসরত ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। তাদের জানমালের ওপর যাতে কোনরূপ আঘাত না আসে সেদিকে লক্ষ্য রাখার জন্য রাসুল (সা.) নির্দেশ দিয়েছেন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার ব্যাপারে রাসুল (সা.) নির্দেশনা দিয়েছেন। এ থেকেই প্রমাণিত হয় জাতিগত সম্প্রীতি রক্ষায় ইসলামের অবদান অপরিসীম।

রাউজান সর্ত্তার পূর্বকূল জামে মসজিদে ১ম দিবস: নিজস্ব সংবাদদাতা জানান, মসজিদে শোহাদায়ে কারবালা মাহফিলের প্রথম দিবস পহেলা মহররম রাতে অনুষ্ঠিত হয়েছে। শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের উদ্যোগে পর্ষদের চেয়ারম্যান মাওলানা সৈয়্যদ মো. আলী আকবর তৈয়্যবীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মাওলানা ওমর ফারুক আজমী। উদ্বোধক ছিলেন মাওলানা সোলায়মান মকবুলী। বিশেষ অতিথি ছিলেন আমিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি এস.এম বাবর, ইউপি সদস্য শামসুল আলম চৌধুরী, এস.এম তসলিম, হলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মনছুর আলম। মহাসচিব মাওলানা জিলহাজ উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আবু আহমদ, মাস্টার ফরিদ মিয়া, জামাল উদ্দিন, মাহবুবুল আলম, মাওলানা ফরিদুল আলম শাহ, মাওলানা সরোয়ার আলম, মাওলানা দিদারুল আলম কাদেরী, মাওলানা আনোয়ার নূরী, মাওলানা কুতুব উদ্দিন, মাওলানা দিদারুল আলম নূরী, মাওলানা মোরশেদ রেজা কাদেরী, মাওলানা এসএম জুনায়েদ কাদেরী, মাওলানা ইউসুফ তৈয়্যবী, হাফেজ ইউনুচ, ফোরকান, সাজ্জাদ হোসেন, ইকবাল হোসেন, আব্দুর রসিদ সিকদার, আবু তৈয়ব, রাকিব, হাসান প্রমুখ।
হলদিয়া আমিরহাটে ২য় দিবস: নিজস্ব সংবাদদাতা জানান, রাউজান হলদিয়া আমিরহাট বাজার বোর্ড মার্কেটে ৮ম শোহাদায়ে কারবালা স্মরণে ২য় দিবসের মাহফিল গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক মাওলানা এম. বেলাল উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনছুর আলমের সভাপতিত্বে নাত পরিবেশন করেন আন-নাসের ইসলামী সাংস্কৃতিক ফোরামের সহ-সভাপতি শায়ের মাওলানা মিনহাজুল আবেদীন ক্বাদেরী ও শায়ের মিনহাজ উদ্দিন। নিয়মিত পরিচালক সাজ্জাদ ও মুবিনুল হকের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন এস. এম কামাল, মাওলানা সোলায়মান চৌধুরী, হাফেজ ওমর ফারুক, হাফেজ ইউনুচ, মাওলানা সাহাব উদ্দিন, ফরিদুল আলম, কামাল উদ্দিন, মাওলানা মোজাম্মেল হোসাইন, তাজ মুহাম্মদ রেজভী, জাবেদ, মাওলানা ওসমান গনি কাদেরী, এস.এম কপিল, মুহাম্মদ আলী, তারেক, মুজিবুল বশর সাজ্জাদ, মাওলানা নঈমুল হক প্রমুখ। মিলাদ পরিবেশন করেন শায়ের মাওলানা ওসমান গনী ক্বাদেরী। আখেরি মোনাজাত পরিচালনা করেন উত্তরসর্ত্তা দরগাহ বাজার শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সাহাব উদ্দিন।
হাটহাজারীর ইছাপুর: নিজস্ব সংবাদদাতা জানান, হিজরি ১৪৪১ বরণ উপলক্ষে স্বাগত র‌্যালি করেছে আল মোনাওয়ার ইসলামী সংস্কৃতি ফোরাম। গত ৩১ আগস্ট বাদে আছর চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের ইছাপুর বাজার থেকে র‌্যালিটি সংগঠনের চেয়ারম্যান শাহজাদা সৈয়দ মোহাম্মদ ছালেকুল মাওলার নেতৃত্বে সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে আঞ্জুমানে আল আমিন ছুবলুস সালাম’র ব্যবস্থাপনায় ও আল মোনাওয়ার ইসলামী সংস্কৃতি ফোরামের উদ্যোগে বাদে মাগরিব হতে শাহসুফি অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ নুরুল মোনাওয়ার (র.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। শাহজাদা সৈয়দ নুরুল মোনাওয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস. এম রাশেদুল আলম। মাওলানা এরশাদ খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন গিয়াস উদ্দিন, মাওলানা ফারুক হোসাইন, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, জসিম উদ্দিন তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মনিরুর রহমান খসরু, সৈয়দ নুর আস সাঈদী, লোকমান হাকিম, গোলাম মোস্তফা জিহাদী, মো. আলি, ফখর উদ্দিন, নাজিম উদ্দিন, মনিরুল ইসলাম রুবেল, মামুনুর রশিদ, মফজল মেম্বার, সৈয়দ মোহাম্মদ হাছান ও সৈয়দ মোহাম্মদ জুদ দারাইন। এর আগে বাদে জোহর খতমে কোরান ও মুশায়রা মাহফিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট