চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নুপুর মার্কেটে প্রশাসনের অভিযান

দেড়শ পাখি উদ্ধার, ৯ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:২৪ অপরাহ্ণ

নগরীর নিউমার্কেট এলাকার নুপুর মার্কেটে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করেছে জেলা প্রশাসন। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে র‌্যাব ও বন বিভাগকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। এ সময় দোকানে বিক্রয় নিষিদ্ধ বন্য পাখি থাকায় ৯ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একজনকে পাঁচ হাজার টাকা আর্থিক জরিমানা করেন তিনি।
তাহমিলুর রহমান পূর্বকোণকে বলেন, দোকানে বিক্রয় নিষিদ্ধ পাখি রাখার অপরাধে ৯ জনকে কারাদণ্ড ও একজনকে আর্থিক জরিমানা করা হয়। এ সময় দোকানগুলো থেকে বিরল প্রজাতির হিল ময়না, টিয়া, মুনিয়া ও ঘুঘুসহ বিভিন্ন প্রজাতির দেড়শ পাখি উদ্ধার করা হয়। অভিযানে র‌্যাব ও বন বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট