চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিবন্ধী ছেলের বৈঠার আঘাতে নদীতে পড়ে নিখোঁজ আহত বাবা

বান্দরবান সংবাদদাতা

৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১১:০৭ অপরাহ্ণ

বান্দরবানে প্রতিবন্ধী ছেলের বৈঠার আঘাতে সাঙ্গু নদীতে আব্দুল মাজেদ (৭০) নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের কাছে লাঙ্গি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিখোঁজ ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় লোকজন ও পুলিশ নিখোঁজ ব্যক্তির উদ্ধারে নদীতে তল্লাশি চালাচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লাঙ্গি পাড়া এলাকার প্রবীণ ব্যক্তি আব্দুল মাজেদের প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ জসিম (১৪) বিকেলে কাউকে কিছু না বলে ঘর থেকে বের হয়ে চলে যায়। তাকে খুঁজতে তার বাবা আব্দুল মাজেদ বের হলে নদীর ঘাটে ছেলেকে দেখতে পায়। ছেলেকে নিয়ে আসতে গেলে এ সময় প্রতিবন্ধীর ছেলে নৌকার বৈঠা দিয়ে তার বাবার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় আব্দুল মাজেদ নদীতে পড়ে ভেসে যান।

নিখোঁজ আব্দুল মাজেদের মেয়ের স্বামী আবু সালেক জানান, তার শ্বশুর নিখোঁজ আব্দুল মাজেদের সন্ধানে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিে) শহীদুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়ার পর এলাকায় পুলিশ গিয়েছে এবং প্রতিবন্ধী ছেলেকে স্থানীয়রা আটক করে রেখেছে।

পূর্বকোণ/মিনার-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট