৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:০২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত আবাসন প্রতিষ্ঠান ভেঞ্চার ইঞ্জিনিয়ার্স এন্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল ইসলাম বিরুদ্ধে অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) আহসান হাবীব নামে এক ব্যক্তি এ অভিযোগ দায়ের করেন।
সিডিএর অথরাইজড বিভাগকে বিশেষ আদালতের বিচারক সাইফুল আলম চৌধুরী অভিযোগ তদন্ত করে ৩ অক্টোবরের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী মো. ফয়েজ জানান, আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগে ভেঞ্চার ইঞ্জিনিয়ার্স এন্ড বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। তাদের বিরুদ্ধে আনা হয়েছে ইমারত নির্মাণ আইন-১৯৫২ এর ১২ (১) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৮ এর ৪৪ ধারায় অভিযোগ। অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
পূর্বকোণ/রাশেদ
The Post Viewed By: 539 People