চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লালখান বাজারে সড়ক অবরোধ: দুর্ভোগে পথচারী

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ৫:৩৮ অপরাহ্ণ

নগরের লালখান বাজার মোড়ে সড়ক অবরোধ করেছে পাহাড়ে পাদদেশে ঝূঁকিপূর্ণ বসবাসকারীরা। এ সময় তারা পানি-বিদ্যুৎ, গ্যাস সংযোগসহ একাধিক দাবিতে বিক্ষোভ করেন।
আজ রবিবার (৫মে) দুপুর দুইটার দিকে নগরীর এই সড়কটি অবরোধ ও বিক্ষোভ করে। সড়ক বন্ধ থাকায় এতে বন্ধ হয়ে পড়ে যানচলাচল। ফলে চারদিকে সৃষ্ট হয় যানজট। এদিকে যানচলাচল বন্ধ থাকয় দুর্ভেোগ পোহাতে হয়েছে নানা শ্রেণিপেশার মানুষকে। অনেকেই দীর্ঘ অপেক্ষা করে গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যস্থলে পৌঁছায়।

এদিকে প্রায় দু’ঘণ্টা পর পুলিশ এসে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানচলাচল কিছুটা স্বাভাবিক হতে থাকে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী পূর্বকোণ অনলাইনকে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় । পরে বিক্ষোভকারীদের সাথে কথা বলে রাস্তা থেকে সরিয়ে দেয়া হয়। এর ফলে যানচলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, সম্প্রতি লালখান বাজারের মতিঝর্ণাসহ একাধিক পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রশাসন। এতে করে সে এলাকার বাসিন্দারা পানি- বিদ্যুৎ ও গ্যাসের চরম সংকটে পড়েন। তীব্র গরমে পানি বিদ্যুৎবিহীন জীবন যাপনে তারা অতিষ্ঠ হয়ে পড়েন। এর জেরে বাসিন্দারা বিক্ষোভ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট