চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে যুবকদের হামলায় ব্যবসায়ী আহত, লক্ষাধিক টাকা লুট

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩ | ২:৪১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মুরাদপুরে একদল যুবকের হামলায় মো. জমির উদ্দিন (৪০) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। আহত ব্যবসায়ী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

মঙ্গলবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। বিকেলে ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে প্রধান আসামি মো. শাওনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, ব্যবসায়ী জমিরকে কয়েকজন যুবক মারধর করেছে। নগদ অর্থ লুটপাটের অভিযোগও পেয়েছি। আমরা ঘটনা জানতে পেরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাওনকে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামি শাওন নগদের সেলস রিপ্রেজেনটেটিভ (এসআর)। ব্যবসায়ী জমিরের সঙ্গে নগদের লেনদেন নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে শাওন কিশোর গ্যাং সদস্যদের নিয়ে এসে দোকানে হামলা চালায়। এ সময় ১০ থেকে ১২ জন যুবক ওই ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলাকারীরা দোকানে থাকা বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে, ক্যাশ ড্রয়ারে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট