চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ১৫ বছর আত্মগোপনে থাকা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২১ জুন, ২০২৩ | ১১:৪৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়া থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আব্বাস হায়দার ওরফে ইমনকে (৪২) ১৫ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তার ইমন ‍উপজেলার উত্তর ধুরং এলাকার মৃত ফিরোহ আহমেদের ছেলে।

 

বুধবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি বলেন, কুতুবদিয়া থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইমনকে গতকাল মঙ্গলবার মুরাদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘ ১৫ বছর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট