চট্টগ্রাম শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

২০ জুন, ২০২৩ | ১২:১৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরফান আহমেদ সামি চৌধুরী (২৮) আত্মহত্যা করেছে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাদেকুর রহমান পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আজ সোমবার (১৯ জুন) নগরীর একে খান মোড়ের বাসা থেকে এ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহত এরফান আহম্মেদ সামি আকবর শাহর পশ্চিম ফিরোজ শাহ লেইনের সফি আহম্মেদের ছেলে।

 

জানা যায়, আকবর শাহ থানাধীন বাসা নং, ডব্লিও, বি-লেইন পশ্চিম ফিরোজ শাহ’র বাসায় নিজ কক্ষে অজানা কারণে সামি গলায় ফাঁস দিলে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট