চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চবি শিক্ষার্থীদের ২৫ জুনের মধ্যে হল ত্যাগের নির্দেশ

চবি সংবাদদাতা

১৯ জুন, ২০২৩ | ১০:০২ অপরাহ্ণ

সংস্কার ও উন্নয়ন কাজের সুবিধার্থে আগামী ২৩ জুনের পরিবর্তে ২৫ জুনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল আবাসিক শিক্ষার্থীকে হল ত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

 

এর আগে ২৩ জুনের পূর্বে হল ত্যাগের ঘোষণা দেয়া হলেও সেটি আজ সোমবার (১৯ জুন) সন্ধ্যায় সংশোধন করা হয়েছে। নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ।

 

আজ সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে সংস্কার ও উন্নয়ন কাজের সুবিধার্থে ২৩ জুনের পূর্বে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছিল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সংস্কার ও উন্নয়ন কাজের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল ও  আগামী ২৬ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৫ জুন বিকাল পাঁচটার পূর্বে সকল শিক্ষার্থীকে হল ত্যাগের জন্য অনুরোধ জানানো হলো।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূরুল আজিম সিকদার বলেন, হলগুলোতে সংস্কার কাজের জন্য হল ত্যাগের জন্য সব শিক্ষার্থীকে বলা হয়েছে।

 

পূর্বকোণ/রায়হান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট