চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম: ২৫ ডেঙ্গু রোগী ভর্তি একদিনেই

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ

ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে চট্টগ্রামেও। শুধুমাত্র গেল একদিনে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সরকারি বেসরকারি ভর্তি হয়েছেন ২৫ জন। যা একদিনে হাসপাতালে ভর্তি রোগীর রেকর্ড সংখ্যক ছিল। শুধু ভর্তিই নয়, মাত্র দুই দিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও একজন। এ নিয়ে চট্টগ্রামে পাঁচজনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

এদিকে, সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতেও গেল কয়েকদিনে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুসারে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং বেসরকারি হাসপাতালগুলোতে শতাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। যারা গেল কয়েকদিনেই হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, আশঙ্কাজনকহারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় মনে ভয় ধরাচ্ছেন চিকিৎসকদের। এ অবস্থায় এডিস মশার বংশ বিস্তারের লাগাম টেনে না ধরলে দেশে ডেঙ্গু সংক্রমণের নতুন ইতিহাস তৈরি হবে আশঙ্কা করা হচ্ছে। যদিও আশঙ্কার কথা জানিয়ে মশা নিধনে তৎপর হওয়ার জন্য সিটি কর্পোরেশনকে চিঠি দিয়েছে জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষ।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুসারে, চট্টগ্রামে গেল একদিনে নতুন করে ভর্তি হওয়া ২৫ ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে  ৯ জন চমেক হাসপাতালে, ১ জন জেনারেল হাসপাতালে এবং বাকি ১৫ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও সবমিলিয়ে ৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। যারমধ্যে চমেক হাসপাতালেই সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন। সবমিলিয়ে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৬ জন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, ‘হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ইতোমধ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সামনে আরও ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু। তাই মশা নিধনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট