চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে ড. প্রণব বড়–য়া

বৌদ্ধ ধর্মের ইতিহাস বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছে

নিজস্ব প্রতিবেদক

৫ মে, ২০১৯ | ২:৩৭ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, আর্ন্তজাতিক বৌদ্ধ নেতা ড. প্রণব কুমার বড়–য়া বলেছেন, সকল দিক থেকে বৌদ্ধ ধর্মের ইতিহাস ব্যাপক সমৃদ্ধ। এই ধর্মের ইতিহাস বাংলা সাহিত্যকেও সমৃদ্ধ করেছে। গতকাল (শনিবার) নগরীর জামালখান প্রেস ক্লাব ভবনের বঙ্গবন্ধু হলে বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের দ্বিতীয় গ্রন্থ বিনয় পিটকের বাংলা অনুবাদের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনিরুদ্ধ বড়–য়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি, সাবেক জেলা লায়ন গভর্নর রুপম কিশোর বড়–য়ার

সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক অধ্যাপক ড. বনশ্রী মহাথেরো। আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সত্যব্রত বড়ুয়ার শুভেচ্ছা বক্তব্যের পর প্রকাশনা উৎসবে প্রধান আলোচক ছিলেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাস্থবির। আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্যভাষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. দীপংকর শ্রীজ্ঞান, ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সাবেক উপাচার্য অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বড়–য়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি ও প্রাচ্যভাষা বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো, বৌদ্ধ যুব পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক সরোজ বড়–য়া। অনুভূতি ব্যক্ত করেন গ্রন্থের সম্পাদক সত্যপ্রসন্ন বড়–য়া।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট