চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা

নিজস্ব প্রতিবেদক

১৭ জুন, ২০২৩ | ২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে শনিবার (১৭ জুন) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টি শুরুর পর আধা ঘণ্টার মধ্যে নগরীর বিভিন্ন নিম্নাচল পানিতে তলিয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, চাকরিজীবী, নানা শ্রেণি-পেশার মানুষ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর বাকলিয়া, চকবাজার, চান্দগাঁও, আগ্রাবাদ ও রিয়াজউদ্দিন বাজার এলাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। নালাগুলো দিয়ে পানি না নামায় সামান্য বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে।

 

বৃষ্টিতে দুই নম্বর গেট এলাকায় আটকে পড়া শিপন নামে একব্যক্তি বলেন, সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। দুপুর ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টিতে সড়কে হাঁটু পরিমাণের বেশি পানি ওঠে গেছে। বৃষ্টির কারণে জমে যাওয়ার পানির কারণে বাসায়ও যেতে পারছি না।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট