চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

বঙ্গবন্ধুর দেয়ালিকা ভাঙচুর : সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৩ | ৭:২৪ অপরাহ্ণ

জামালখানে  বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের দেয়ালিকা ভাঙচুরের ঘটনায় গিয়াস উদ্দিন আহমেদ জাহেদ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার গিয়াস উদ্দিন ২০২১ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ছিলেন। শুক্রবার ( ১৬ জুন) সন্ধ্যায় বিষয়টি পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর ও দক্ষিণ) নিহাদ আদনান তাইয়ান। 

গ্রেপ্তার গিয়াস উদ্দিন আহমেদ জাহেদ (৪৫) নগরীর চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড় এলাকার ভোলার বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। তিনি নগর যুবদল নেতা নওশাদ আল জাসেদুরের বড় ভাই। 

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার ( ১৪ জুন) জামালখানে বঙ্গবন্ধুর দেওয়ালিকা ও ম্যুরাল ভাঙচুরের সম্পৃক্ততা পাওয়ায় তার ভাই যুবদল ক্যাডার নওশাদ আল জাসেদুর রহমানকে গ্রেপ্তার করলে, সেটা জানতে পেরে পালানোর সময় ডিবি পুলিশের হাতে আটক হয় গিয়াস উদ্দিন আহমেদ জাহেদ । 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট