চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

চট্টগ্রামে শিক্ষার্থী ধর্ষণের দায়ে মাদ্রাসা শিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

ইয়াবার মামলায় চালক-হেলপারের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৩ | ১১:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানার ইয়াবা উদ্ধারের ঘটনায় এক পিকআপ চালক ও তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। মঙ্গলবার (১৩ জুন) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঞাঁর আদালত এ রায় দেন। আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন : পিকআপ চালক মো. তাইজুল ইসলাম তাজু (২৯) ও তার সহকারী মো. রাকিব (১৯)। তারা জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আদালতের নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১৪ মার্চ কর্ণফুলী থানার টোল প্লাজা এলাকায় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি পিকআপের এয়ার ক্লিন পাইপের ভেতরে লুকানো ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা  পুলিশ। এসময় ওই পিকআপের চালক তাইজুল এবং তার সহকারী রাকিবকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শিমুল চন্দ্র দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট