চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চোখের চিকিৎসায় অত্যাধুনিক মাইক্রোস্কোপ পেল চক্ষু বিভাগ

ইমাম হোসাইন রাজু

১১ জুন, ২০২৩ | ১:০৭ অপরাহ্ণ

চোখের বিভিন্ন জটিলতা নির্ভুল ও দ্রুত শনাক্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু রোগ বিভাগে যুক্ত হয়েছে অত্যাধুনিক ‘চক্ষু অপারেটিং মাইক্রোস্কোপ’। গত ৩০ মে হাসপাতালের চক্ষু বিভাগে এ যন্ত্রটি স্থাপন করা হয়। ফলে এখন থেকে সরকারি এ হাসপাতালে জটিল চক্ষু রোগীদের যন্ত্রটির সাহায্যে স্বল্প সময়ে রোগ শনাক্ত করার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান করা সম্ভব হবে। খোঁজ নিয়ে জানা যায়, ‘ন্যাশনাল আই কেয়ারের’ পক্ষ থেকে চমেক হাসপাতালের চক্ষু রোগ বিভাগের জন্য মাইক্রোস্কোপটি পাঠানো হয়। যদিও বিভাগে আগে থেকে মাইক্রোস্কোপ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে, তবে সেটি দীর্ঘদিনের পুরনো হওয়ায় অনেক সময় ত্রুটি দেখা যায়। ইতোপূর্বে  কয়েকটি মাইক্রোস্কোপ অকেজো হয়ে আছে। প্রায় ২৫ লাখ টাকা দামের জার্মানির তৈরি আধুনিক ‘লুমেরা’ মডেলের মাইক্রোস্কোপটি সরবরাহ করে ঢাকার ‘মেডিটেক লাইফসাইন সলিউশন লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। চিকিৎসকরা বলছেন, মাইক্রোস্কোপের মাধ্যমে চোখের বিভিন্ন চিকিৎসায় নির্ভুল ও নিরাপদ প্রক্রিয়ায় সম্পাদন করতে সহায়তা করে। এর উন্নত প্রযুক্তি ও কার্যকর ডিজাইনের ফলে সার্জনরা আরও নির্ভরযোগ্যতার সাথে স্বল্প সময়ে রোগ শনাক্ত করতে পারেন। এই যন্ত্রটির মাধ্যমে রোগীদের স্বাচ্ছন্দ্য এবং দ্রুত আরোগ্য লাভ ও দৃষ্টির স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জটিল সমস্যাগুলো সহজেই চিহ্নিত করা যাবে।

 

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চক্ষু রোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তনুজা তানজিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘চক্ষু রোগ বিভাগে রোগীদের সেবা নিশ্চিতে ইতোপূর্বে আধুনিক অনেক যন্ত্র যুক্ত হয়েছে। এবার ন্যাশনাল আই কেয়ারের পক্ষ থেকে একটি আধুনিক মাইক্রোস্কোপ প্রদান করা হয়েছে। যা ইতোমধ্যে বিভাগে স্থাপন করা হয়েছে। নতুন এ মাইক্রোস্কোপ মেশিন পাওয়ার ফলে জটিল রোগীদের দ্রুত সময়ের মধ্যে রোগ শনাক্ত করা সম্ভব হবে। এর আগেও ন্যাশনাল আই কেয়ারের সহযোগিতায় আমরা বিনামূল্যে চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশনসহ বিভিন্ন সেবা প্রদান করে যাচ্ছি।’

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট