চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ভাত বিক্রেতার সঙ্গে পান বিক্রেতার মারামারি, প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক

৯ জুন, ২০২৩ | ১:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের পতেঙ্গায় ভাত বিক্রেতার সঙ্গে পান বিক্রেতার মারামারি হয়েছে। এতে ‌‌‘জ্ঞান হারিয়ে’ মো. আলমগীর (৫০) নামে একজনের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৮ জুন) রাতে পতেঙ্গা থানাধীন চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলমগীর (৫০) পতেঙ্গার চরপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ভাসমান পান-সিগারেট বিক্রেতা।

বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন। তিনি জানান, গোল্ডেন বিচ এলাকায় এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জন মারামারি হয়। এতে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট